রাঙামাটিতে জুম্ম ছাত্র-জনতার অবরোধে সাড়া নেই, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে জুম্ম ছাত্র-জনতার অবরোধে সাড়া নেই, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে জুম্ম ছাত্র-জনতার অবরোধে সাড়া নেই, পরিস্থিতি শান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদরে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সহিংস সড়ক অবরোধে রাঙামাটিতে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে ঢাকা-চট্টগ্রামগামী দূরপাল্লার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে এবং রাঙামাটি শহরে অটোরিকশা (সিএনজি) ও দোকানপাট খোলা রয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটির কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে সম্প্রীতি বজায় রাখা ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রোববার থেকেই স্থানীয় প্রশাসন জেলার বিভিন্ন সম্প্রদায়, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, “রাঙামাটিতে অবরোধের কোনো প্রভাব নেই। পরিস্থিতি শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।”

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক মারমা কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে শয়ন শীল নামে এক যুবককে আটক করে আদালতের নির্দেশে রিমান্ডে নেয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed