ইউপিডিফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী: পার্বত্য উপদেষ্টা

ইউপিডিফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী: পার্বত্য উপদেষ্টা

ইউপিডিফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী: পার্বত্য উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির সহিংস ঘটনার পেছনে ইউপিডিএফ’র হাত রয়েছে এমন ইঙ্গিত করে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যনারে যারা আন্দোলন করেছে, তাদের ৬ নেতার সাথে আমার কথা হয়েছে। তারা প্রত্যকেই ইউপিডিএফ’র রাজনীতির সাথে জড়িত। তাদের অপরিপক্ক আন্দোলনের কারনে খাগড়াছড়িতে এমন সহিংস ঘটনা ঘটেছে। ফলে আন্দোলনে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে। আন্দোলন একটি ইস্যুতেই থাকা উচিৎ।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি শহরের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাহাড়িরা সব সময় একটি স্লোগান দেয় পাহাড় থেকে সেনা হটাও। এই দুনিয়াতে কিছু বাস্তবতা আছে, তার বাহিরে আমাদের যাবার সুযোগ থাকে না। এমন দিন আসবে, আমরা চাইলেও তাঁরা (সেনাবাহিনী) এখানে থাকবে না। এমনও সময় আসবে আমার তাদের জড়িয়ে থাকবো। আবার সময়ে আসবে, তখন তাদের বলবো চলে যাও। সুতরাং বাস্তবতাকে বুঝতে হবে। শর্ত যখন পরিপূর্ণ হবে, তখন আমরাই অনুধাবন করবো; তারা থাকবে, না চলে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষেদর সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়াজা সহ সনাতনী নেতৃবন্দ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।