সেনা সহায়তায় সাজেক থেকে ফিরলেন ৪০০ পর্যটক

সেনা সহায়তায় সাজেক থেকে ফিরলেন ৪০০ পর্যটক

সেনা সহায়তায় সাজেক থেকে ফিরলেন ৪০০ পর্যটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবরোধের কারণে সাজেকে আটকে পড়া ৪০০-এর বেশি পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালা সেনা জোন ও বাঘাইহাট সেনা জোনের যৌথ উদ্যোগে তাদের দীঘিনালার জোড়া ব্রিজ সীমানা দিয়ে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দেওয়া হয়।

ঢাকা থেকে আসা পর্যটক মো. হারুন অর রশিদ বলেন, “অবরোধের কারণে আমরা সাজেকে আটকে পড়ি। স্থানীয়রা আমাদের খুব সহায়তা করেছে, আর সেনাবাহিনী আমাদের নিরাপত্তার মাধ্যমে খাগড়াছড়িতে পৌঁছে দিয়েছে। আমরা কৃতজ্ঞ।”

হলিক্রিসেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বুসরা বলেন, “প্রথমে ভয় লাগছিল অবরোধের কথা শুনে। তবে স্থানীয়দের সহযোগিতা এবং সেনাবাহিনীর নিরাপত্তা আমাদের মনোবল বাড়িয়েছে। নিরাপদে ফিরতে পেরে স্বস্তি লাগছে।”

পর্যটকদের খাগড়াছড়ি সদর পৌঁছানোর পর, তারা বিভিন্ন বাসযোগে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “সেনাবাহিনীর সহযোগিতায় সব পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।