প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাঙামাটির রাজনগর ব্যাটালিয়নে বিজিবির মতবিনিময় সভা
![]()
নিউজ ডেস্ক
আগামী ৬ অক্টোবর পালিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা । এ উপলক্ষে রাঙামাটির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে পালনের লক্ষ্যে বুধবার ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজনগর ব্যাটালিয়ন অধিনায়ক।
রাজনগর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বর্তমানে ১৬ হাজার ২১৩ জন বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করছে। মতবিনিময় সভায় প্রবারণা উদযাপন কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ১৫টি প্রবারণা উদযাপন কমিটির সদস্যদের হাতে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিজিবির এই উদ্যোগ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উৎসব আয়োজনকে সহজ করবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদার করবে।
এছাড়া, প্রবারণা পূর্ণিমা চলাকালে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট বিওপি, ক্যাম্প ও পোস্টগুলোকে সার্বক্ষণিক তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় রাজনগর ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা স্থানীয় জনগণের শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পার্বত্য অঞ্চলে প্রতিবছর ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।