শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষীছড়ি জোন অধিনায়কের মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. তাজুল ইসলাম।
আজ বুধবার সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোনের মেজর সাইয়েফুর রহমান তুর্য, ক্যাপ্টেন ফাইয়াজ জামান জারিফ, ক্যাপ্টেন সাব্বির হোসেন এবং লেঃ মো. আরিফুল ইসলাম ইমন।
পদির্শন শেষে জোন অধিনায়ক পূজা কমিটির সভাপতি রিংকু দাসের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এসময় তিনি বলেন, পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছে। সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত এই উদ্যোগ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়ক হবে।
অন্যদিকে স্থানীয় জনগণ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম পাহাড়ি-বাঙালি সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনী যে নিরাপত্তা ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে, তা স্থানীয় মানুষের মধ্যে আস্থা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।