নানিয়ারচরে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার হলো ডিলিগেন চাকমার মরদেহ

নানিয়ারচরে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার হলো ডিলিগেন চাকমার মরদেহ

নানিয়ারচরে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার হলো ডিলিগেন চাকমার মরদেহ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর ডিলিগেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একই ঘটনায় নিখোঁজ জিগেশ দেওয়ানের লাশ এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা জানান, গত মঙ্গলবার রাতে শারদীয় দুর্গোৎসব দেখে বাড়ি ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। এর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডিলিগেন চাকমা ও জিগেশ দেওয়ান নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে টানা উদ্ধার তৎপরতা চালায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ২৪ ঘণ্টা পর মরদেহ পানিতে ভেসে ওঠার সম্ভাবনা কম থাকে, কচুরিপানার নিচে আটকে থাকতে পারে। ওই তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনী ও স্থানীয়রা ভাগ হয়ে বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায় এবং অবশেষে নোয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম জানান, উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে নিখোঁজ জিগেশ দেওয়ানের লাশ উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগামীকাল সকাল থেকে পুনরায় তৎপরতা চালাবে।

উল্লেখ্য, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেনাবাহিনী ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় অন্তত একজনের মরদেহ উদ্ধার হলেও আরেকজনকে খুঁজে পেতে তৎপরতা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।