সাজেকে বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের আর্থিক অনুদান প্রদান
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একটি বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ‘কঠিন চীবর দান’ উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে জোনের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নাহিদ বিন হফিজ, ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান, লেঃ দেওয়ান ফয়সাল এবং ওয়া. অফিসার মো. মোকছুদ আলম খন্দকার।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা।
এছাড়া বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দীন, সহ-সভাপতি মো. শওকত আলী, মো. রায়হান আলী, মো. বাবুল হোসেন, মো. আনোয়ার (ছোট), পিসি ইসমাইল, আব্দুর রহিম এবং শান্তি কাউন্টারের ম্যানেজার জসীম উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সেনাবাহিনীর এই আর্থিক সহায়তা স্থানীয়দের মধ্যে গভীর প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সেনাবাহিনীর এ ধরনের সহযোগিতা পার্বত্য অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও জোরদার করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
