সেনাবাহিনীর মানবিক সহায়তায় নিজ পাড়ায় ফিরলেন মিজোরাম ফেরত বম পরিবারের ৫ সদস্য
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আবারও এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সেনাবাহিনীর সহায়তায় ভারতের মিজোরাম থেকে ফিরে নিজ পাড়ায় ফিরে গেলেন থানচি উপজেলার বম সম্প্রদায়ের একটি পরিবার।
আজ সোমবার (৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে পরিবারের প্রধান লাল মুন খুব বম (৫৫) তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতিকে নিয়ে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন থানচির বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে উপস্থিত হন।
যাচাই-বাছাই শেষে সেনাবাহিনীর সদস্যরা পরিবারটির হাতে মানবিক সহায়তা তুলে দেন।
সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ৮ কেজি আটা, ৫ কেজি চিনি, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল ও ১ কেজি চা পাতা। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় তাদের নিরাপদে নিজ পাড়ায় ফেরার ব্যবস্থা করা হয়।

জানা যায়, ২০২২ সালের ৫ মে কেএনএফ আতঙ্কে পরিবারটি ভারতের মিজোরামে চলে গিয়েছিল। দীর্ঘ সময় সেখানেই অবস্থান করার পর গত ১ অক্টোবর তারা রাঙামাটির হরিনা সীমান্ত হয়ে দেশে ফেরে এবং বান্দরবানে আসে।
সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, “আমরা শুধু নিরাপত্তা নয়, মানবিক দায়িত্বও পালন করছি। কেউ যেন ভয় বা অনিশ্চয়তায় ভুগে নিজ মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য না হয়, সেটাই আমাদের অঙ্গীকার।”
স্থানীয়রা সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা শুধু একটি পরিবার নয়, সমগ্র পাহাড়ি সমাজের মধ্যে আস্থা ও আশার সঞ্চার করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
