ভূমি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানিয়ে খাগড়াছড়িতে পিসিসিপির স্মারকলিপি প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আসন্ন বৈঠক স্থগিতের দাবিতে খাগড়াছড়িতে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের নিকট এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, খাগড়াছড়ি কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, পৌর কমিটির সদস্য সিরাজুম মনির রিয়াদ, আরাফাত হোসেন, মো. আব্দুল্লাহ, মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে পিসিসিপি জানায়, আগামী ১৯ অক্টোবর রাঙামাটিতে নির্ধারিত ভূমি কমিশনের বৈঠক স্থগিত না হলে তা “একপেশে ও বৈষম্যমূলক” সিদ্ধান্তে পরিণত হতে পারে। সংগঠনটির দাবি, কমিশনের ৯ সদস্যের মধ্যে ৭ জন উপজাতি সম্প্রদায়ের হওয়ায় পার্বত্য অঞ্চলে বসবাসরত প্রায় ৫২% বাঙালি জনগোষ্ঠীর স্বার্থ ও ভূমি অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পিসিসিপি স্মারকলিপিতে আরও উল্লেখ করে, ভূমি কমিশনের গঠন সংবিধানসম্মত প্রতিনিধিত্বের নীতি লঙ্ঘন করেছে। তারা ৮ দফা দাবি পূরণের আগ পর্যন্ত কমিশনের কোনো বৈঠক না করার অনুরোধ জানায়।
সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে রাঙামাটিতে নির্ধারিত ভূমি কমিশনের বৈঠক রাজপথে প্রতিহত করা হবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে বলা হয়, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।