সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে আজ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত H.E. Sameeh Essa Johar Hayat এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সামরিক সহযোগিতা জোরদার, যৌথ সামরিক প্রশিক্ষণ, মহড়া (এক্সারসাইজ), সেমিনার ও জ্ঞান-বিনিময় কর্মসূচি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

May be an image of one or more people and text

এ সময় কুয়েতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষই দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত H.E. Ali Tunyan Abdul Wahab Hamadah উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *