পার্বত্য চট্টগ্রামে ‘সিএইচটি সম্প্রীতি জোট’ নামে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল রাজনৈতিক সংগঠন সিএইচটি সম্প্রীতি জোট।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনে ইঞ্জিনিয়ার খোয়াইচিং মং শাককে আহ্বায়ক, ইখতিয়ার ইমনকে সদস্য সচিব এবং পাইশিখই মার্মাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে পর্যটন খাত সমৃদ্ধ করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
তারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করে সম্প্রীতি রক্ষার অঙ্গীকারও ব্যক্ত করেন। এছাড়া হারিয়ে যেতে বসা নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পরিকল্পনাও আয়োজনে আলোচিত হয়। ত্রিপুরা, মারমা, চাকমা ও বাঙালিসহ ১৪টি প্রধান ক্ষুদ্রগোষ্ঠীর প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।