বরকলের ছোট হরিণায় বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

বরকলের ছোট হরিণায় বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

বরকলের ছোট হরিণায় বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল ছোট হরিণা বিজিবি জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কার্যক্রমের আওতায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে দপুর ২টা পর্যন্ত ১২বিজিবি ছোট হরিণা জোনের আয়োজনে বরকল উপজেলার ভুষণছড়া গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রোগী চিকিংসাসেবা গ্রহণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

বিজিবি থেকে জানানো হয়, মেডিকেল ক্যাম্পেইন এই এলাকার দুস্থ অসহায় পরিবারগুলোর দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের সেবায় বিজিবি’র এই কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়। এসময় বিজিবি’র অন্যান্য সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed