সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা ও নৈরাজ্যের প্রতিবাদে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা ও নৈরাজ্যের প্রতিবাদে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা ও নৈরাজ্যের প্রতিবাদে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা এবং সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ধর্ষণ, গুম ও খুনের ঘটনাবলীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির।

এতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। তারা ধর্মীয় উসকানি সৃষ্টি করে জায়গাটি বৌদ্ধ মন্দিরের দাবি করলেও তদন্তে পাওয়া গেছে, সংশ্লিষ্ট জমিটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত নয়।

সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা ও নৈরাজ্যের প্রতিবাদে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে হত্যা, ধর্ষণ, গুম, অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

একই সঙ্গে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি কার্যক্রম বন্ধ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বক্তারা পাহাড়ি-সমতলের সকল জনগোষ্ঠীকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *