দুর্গম ছোট হরিণায় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী বরকল উপজেলার দুর্গম ছোট হরিণা এলাকায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিবি ছোট হরিণা জোনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ করেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব।
এসময় উপস্থিত ছিলেন ছোট হরিণা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক কোয়ার্টার মাস্টার মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পাহাড়ি জনপদে শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির উদ্যোগ অব্যাহত থাকবে।
সহায়তার অংশ হিসেবে এলাকার দুস্থ ও অসহায় পরিবারগুলোর মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন, গবাদি পশু, আর্থিক অনুদান, খেলাধুলার সরঞ্জামসহ বিভিন্ন মসজিদ এবং বিহারে অনুদান প্রদান করা হয়। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সীমান্ত অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে বিজিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।