‘চাকমা ভাষা বোর্ড’ গঠনের প্রস্তাব চাকমা সার্কেল চীফ দেবাশীষের
 
                 
নিউজ ডেস্ক
চাকমা ভাষার সঠিক উচ্চারণ ও বানানরীতি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ভাষার গবেষক ও ভাষাবিদদের সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে রাঙ্গামাটির চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, এ জন্য দেশে এবং প্রবাসে বসবাসরত চাকমা ভাষার বিশেষজ্ঞ গবেষক ও ভাষাবিদদের নিয়ে একটি ‘চাকমা ভাষা বোর্ড’ গঠনের প্রস্তাব করেছেন। গত ৪ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘চাকমা ভাষার লিপি, বানান ও উচ্চারণরীতির বৈজ্ঞানিক সমীক্ষা’ নামে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাঙ্গামাটির স্থানীয় সংগঠন ‘ফিবেক সাংস্কৃতিক একাডেমি ও চাকমা ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট’ এর আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজ্ঞান্তর তালুকদারের সঞ্চালনায় চিকিৎসক সম্ভুনাথ চাকমার লেখা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে চিকিৎসক রুপম দেওয়ান, সঙ্গীতশিল্পী রঞ্জিত দেওয়ান, হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের উপদেষ্টা, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম উপজাতি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আনন্দ জ্যোতি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
