ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা ৪০ জন মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাকে চট্টগ্রাম নগরীর ইপিজেড থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সমকালকে বলেন, সকালে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে রোহিঙ্গারা ভাসানচর থেকে সাগরপথে এসে ইপিজেড এলাকার আকমল আলী ঘাটে ওঠে। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ খবর দেয় তারা। পরে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমিত সুযোগ-সংকটপূর্ণ জীবন এবং কাজের সুযোগ না থাকায় তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। পরে আইনানুগ প্রক্রিয়ায় বিকেলে তাদের কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে সেনা নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের একটি অংশ দালালচক্রের মাধ্যমে ভাসানচর বা কক্সবাজার ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed