লংগদুতে সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

লংগদুতে সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

লংগদুতে সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ঝর্ণাটিলা-বাইট্টাপাড়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু সেনা জোনের জোন অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ টহল দল লংগদু-বাইট্টাপাড়া রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। অভিযানের একপর্যায়ে সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে চোরাকারবারীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুট পরিবর্তন করে ঝর্ণাটিলা সংলগ্ন রাস্তায় প্রবেশ করে।

এসময় টহল দল এক ব্যক্তিকে বস্তাভর্তি মালসহ দেখতে পায়। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য থামার নির্দেশ দেন। কিন্তু তারা পালিয়ে গেলে টহল দল বস্তাটি উদ্ধার করে। বস্তার ভিতরে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লংগদু ও বাইট্টাপাড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে এসব মাদক আনা হচ্ছিল।

লংগদু সেনা জোন সূত্রে জানা গেছে, চোরাকারবারীদের পরিচয় শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়ার জন্য লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্ত ও দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচারের চেষ্টায় সক্রিয় চক্রগুলোকে চিহ্নিত ও দমন করতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed