নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ৫০ লিটার বাংলা মদ আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৫০ লিটার মালিকবিহীন বাংলা মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি টহল দল আদর্শগ্রাম স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মদগুলো উদ্ধার করে।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।
আটক মদ পরে নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরী (জিডি) করে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বান্দরবানের দুর্গম সীমান্ত অঞ্চল দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নধরনের মাদক পাচারের চেষ্টা হয়ে আসছে। বিজিবির নিয়মিত তৎপরতায় এসব অবৈধ কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।