যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা, ২৫ সন্দেহভাজন জঙ্গী নিহত
![]()
নিউজ ডেস্ক
দুই প্রতিবেশি দেশ পাকিস্তান ও আফগানিস্তান একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। সংঘর্ষে অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, পাশাপাশি ২৫ সন্দেহভাজন জঙ্গিও নিহত হয়েছেন।
শুক্রবার সকালে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, এর আগের দিনই আফগানিস্তান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে একতরফা হামলার অভিযোগ আনে। আফগান কর্মকর্তারা দাবি করেছেন, সীমান্তবর্তী একাধিক অবস্থানে পাকিস্তান লক্ষ্য করে আগুন চালানো হয়েছে।
তবে ইসলামাবাদ কাবুলের অভিযোগ অস্বীকার করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, চামান স্থলবন্দর এলাকায় আফগানিস্তান থেকে গুলিবর্ষণ করা হয়েছে। যদিও পাকিস্তান সেনারা পাল্টা জবাব দিয়েছে, তবুও যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরের শুরুতেই পাল্টাপাল্টি হামলায় অন্তত ৫৮ পাকিস্তানি সেনা ও দুইশতাধিক তালেবান সদস্য নিহত হয়েছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।