৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী শহর পুনরুদ্ধার করল ‘কারেন’ বিদ্রোহীরা
![]()
নিউজ ডেস্ক
দীর্ঘ ৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী শহর পুনরুদ্ধার করেছে জান্তা বিরোধী কারেন বিদ্রোহীরা। শুক্রবার (১৪ নভেম্বর) তারা শহরটি পুররুদ্ধার করে।
শনিবার (১৫ নভেম্বর) মিয়ানমারের ইরাবতী পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিরোধ যোদ্ধাদের মতে, শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)-এর সশস্ত্র শাখা এবং মিত্ররা ৩৫ বছরের বিরতির পর তানিনথারি অঞ্চলের মাওডং শহরটি পুনরুদ্ধার করেছে। পাহাড়ি শহরটি সিংখোন পাস সীমান্তে অবস্থিত যেখানে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান সবচেয়ে সরু প্রদেশ।
জান্তা সরকার দখল করার আগ পর্যন্ত অর্থাৎ ১৯৯০ সালের আগে এটি কেএনইউ-এর মাইয়িক জেলার সদর দপ্তর ছিল।
প্রসঙ্গত, কারেন হলো মিয়ানমারের একটি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠী। যারা মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্তে বসবাস করে। তারা আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য ১৯৪৯ সাল থেকে লড়াই করে আসছে। তাদের রাজনৈতিক সংগঠন ‘কারেন ন্যাশনাল ইউনিয়ন’ (কেএনইউ) ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।