পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে- রণধীর জয়সওয়াল

পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে- রণধীর জয়সওয়াল

পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে- রণধীর জয়সওয়াল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দশকের পর দশক ধরে চোরাচালান, গোপন অংশীদারিত্ব এবং সন্ত্রাসী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। খবর হিন্দুস্তান টাইমসের।

পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল একথা বলেন।

জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানের কার্যকলাপ নিয়ে ভারত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছে।’

পাকিস্তানের কাজকর্মের দিকে আন্তর্জাতিক দুনিয়ার নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি। গত রোববার একটি মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গোপনে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে পাকিস্তান।’

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান।

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গোপন বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ভারত বিকৃত করে প্রচার করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed