মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ৪০ কেজি গাঁজা আটক

মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ৪০ কেজি গাঁজা আটক

মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ৪০ কেজি গাঁজা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অভিযানে ৪০ কেজি গাঁজা আটক করা হয়েছে।

আজ ভোর রাতে সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. আহসান উল ইসলামের দিক-নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে রাখে। রাতের ওই সময়ে ভারত থেকে দুইজন চোরাকারবারী গাঁজার বোঝা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়। এসময় তারা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ২০টি ছোট প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিজিবি কর্তৃপক্ষ মত প্রকাশ করেছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে আছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed