সামরিক মর্যাদায় প্রয়াত কর্পোরাল রিপেন চাকমাকে চিরবিদায়

সামরিক মর্যাদায় প্রয়াত কর্পোরাল রিপেন চাকমাকে চিরবিদায়

সামরিক মর্যাদায় প্রয়াত কর্পোরাল রিপেন চাকমাকে চিরবিদায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা কর্পোরাল রিপেন চাকমার অন্তোষ্টিক্রিয়া পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।

তিনি সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

সামরিক মর্যাদায় প্রয়াত কর্পোরাল রিপেন চাকমাকে চিরবিদায়

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে কর্পোরাল রিপেন চাকমা মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে সিএমএইচ-এ চিকিৎসা নিচ্ছিলেন।

সামরিক মর্যাদায় প্রয়াত কর্পোরাল রিপেন চাকমাকে চিরবিদায়

প্রয়াত সেনাসদস্যের বাড়ি রাঙামাটি পার্বত্য জেলার উলুছড়ি এলাকায়। গতকাল ৮ নভেম্বর ২০২৫ তারিখে তাঁর মৃতদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয় এবং পূর্ণাঙ্গ সামরিক মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

সামরিক মর্যাদায় প্রয়াত কর্পোরাল রিপেন চাকমাকে চিরবিদায়

এ সময় সেনাবাহিনী প্রধানের পক্ষে মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

প্রসঙ্গত, দেশের সীমান্ত রক্ষা, শান্তিরক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত সেনাসদস্যদের অবদানের প্রতি সেনাবাহিনী সবসময় যথাযথ সম্মান প্রদর্শন করে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed