সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আজ রবিবার সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

May be an image of dais and text that says 'H OF OFA ARA STAM 배걸'

বিশেষ করে প্রতিরক্ষা খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সামরিক সক্ষমতা জোরদার এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার আয়োজন, প্রতিরক্ষা কর্মকর্তাদের পরিদর্শন বিনিময়সহ দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কেও তাঁরা মতবিনিময় করেন।

May be an image of text

সাক্ষাতের সময় এডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া ‘AMAN’-এ অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও যোগাযোগ বিদ্যমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed