তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পাকিস্তান নৌবাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ।
সফরসূচির অংশ হিসেবে আজ রবিবার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে তাঁকে নৌবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন এবং নৌবাহিনীর পেশাগত প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে আলোচনা করেন। উভয়পক্ষই সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভায় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরকালে তিনি বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা যায়।
অপরদিকে, পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। সফরকালে জাহাজের অধিনায়ক ও নৌসদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, নেভাল একাডেমি এবং চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এ

কইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ‘পিএনএস সাইফ’ পরিদর্শনের সুযোগ পাবেন, যার মাধ্যমে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, তিন দিনের এ সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান ও ‘পিএনএস সাইফ’ আগামী ১২ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।