ঢাকায় ৯ হাজার মিলিশিয়া বাহিনীর সদস্য মোতায়েনের খবরটি ভুয়া

ঢাকায় ৯ হাজার মিলিশিয়া বাহিনীর সদস্য মোতায়েনের খবরটি ভুয়া

ঢাকায় ৯ হাজার মিলিশিয়া বাহিনীর সদস্য মোতায়েনের খবরটি ভুয়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম Northeast News গতকাল ৮ নভেম্বর এক প্রতিবেদনে দাবি করেছে, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’কে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে ৯ হাজার সদস্যের বেসরকারি মিলিশিয়া বাহিনীকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ১০-১৩ নভেম্বর ঢাকায় মোতায়েনের প্রস্তুতি চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা যায়, ঢাকায় প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েনের দাবি সত্য নয়। গতকাল শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ১৪২টি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে ‘বড় মহড়া’ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

প্রায় ৭ হাজার পুলিশ সদস্য এ মহড়াতে অংশ নেয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়া; ফোর্স মোবিলাইজেশনের একটা অংশ, যা নিয়মিতই হয়ে থাকে।’ অর্থাৎ ঢাকায় কোনো প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েন করা হয়নি—বরং পুলিশের নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেই গতকাল ঢাকায় পুলিশের অতিরিক্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

আরো অনুসন্ধানে দেখা যায়, প্রায় ৯ হাজার তরুণ-তরুণীকে আত্মরক্ষার নানা কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি অন্তর্বর্তী সরকার হাতে নিলেও প্রশিক্ষণ এখনো শুরু হয়নি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, জাতীয় নিরাপত্তা জোরদার করতে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি একটি পাইলট প্রকল্প। এটা কোনো বাহিনী নয়, প্রশিক্ষণের পর তাদের কাউকে অস্ত্র দেওয়া হবে না।

কোথাও রিক্রুটও করা হবে না। প্রশিক্ষণ শেষে তারা তাদের নিয়মিত কর্মক্ষেত্রে ফিরে যাবেন। তাদের ডাটা থাকবে, যদি কখনো কোনো পরিস্থিতি তৈরি হয়, যেন তাদের ডাক দেওয়া যায়। অর্থাৎ, তরুণ–তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি সরকার হাতে নিলেও প্রশিক্ষণ কার্যক্রম এখনও শুরু হয়নি এবং প্রশিক্ষণ শেষে তাদের কোনো মিলিশিয়া বাহিনীতে অন্তর্ভুক্ত বা আগ্নেয়াস্ত্র প্রদান করা হবে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed