সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

রোববার যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর অভিষেক সম্পন্ন হয়।

নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জ্যেষ্ঠতম সেনা কর্মকর্তা এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে “কর্নেল কমান্ড্যান্ট র‍্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন। এরপর মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শিত হয়।

সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠিত

পরে বক্তব্যে মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিগন্যাল কোরের সক্ষমতা আরও উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত ও সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোরের সকল সদস্যকে পেশাগত দক্ষতা, গবেষণা এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির মাধ্যমে নিজেদের আরও প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে ডিজি, ডিজিডিপি; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সিগন্যাল কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়কসহ অন্যান্য অফিসার ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তি ও যোগাযোগ সক্ষমতা বাড়াতে কোর অব সিগন্যালস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed