যশোরে সিগন্যাল কোরের অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনা
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর বার্ষিক অধিনায়ক সম্মেলন আজ (১০ নভেম্বর) সোমবার যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস) এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান এসটিসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট, এসটিসিএন্ডএস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
পরে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের অধিনায়ক ও উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি সিগন্যাল কোরের প্রযুক্তিগত উন্নয়ন, সাইবার নিরাপত্তা জোরদার, আধুনিক যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, গবেষণা তৎপরতা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। একইসঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সেনাবাহিনী প্রধান বলেন, “দেশের প্রতিরক্ষা ও জাতি গঠনে সিগন্যাল কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে আধুনিক প্রযুক্তি ব্যবস্থায় নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন যে, কোর অব সিগন্যালস ভবিষ্যতেও জাতির কল্যাণে তাদের দায়িত্বশীল কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, এমআইএসটি; ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; সকল সিগন্যাল ব্রিগেডের কমান্ডার; সিগন্যাল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর একদিন পূর্বে ৯ নভেম্বর ২০২৫ তারিখে একই স্থানে কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ।
যশোর সেনানিবাসস্থ শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি অনুযায়ী তাঁকে “কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেওয়া হয় এবং একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
প্রসঙ্গত, আধুনিক যুদ্ধক্ষেত্রে নিরাপদ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে কোর অব সিগন্যালস সেনাবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত শাখা হিসেবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।