রাঙামাটির কাউখালীর দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্যাঞ্চলের প্রান্তিক মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীর দুর্গম এলাকা হারাঙ্গীপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালে হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনী সদর জোনের উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা দেয়া হয়।

গাইনি বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম ডিজিও, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিদা আকতার, রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবীর দাস চিকিৎসা ক্যাম্পে আসা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন ।
রাঙ্গামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন, ৩নং ঘাগড়া ইউপি সদস্য মন্টু রঞ্জণ চাকমা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পান।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগণের মাঝে এনে দিয়েছে স্বস্তি ও আস্থা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।