বিজিবির মানবিক উদ্যোগ: সীমান্তবর্তী দোপানীছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়া পাড়ায় গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।
আজ রোববার সকালে রুমা ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত’র নেতৃত্বে দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধ মোট ২৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এলাকার দুর্গমতা এবং জীবনযাত্রার কষ্টকর পরিবেশের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠী এই উদ্যোগে উপকৃত হয়।
রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ রেজা বলেন, “সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বহু পরিবার এখনও উন্নত চিকিৎসা সুবিধা পায় না। মানবিক দায়িত্ববোধ থেকেই বিজিবি এসব এলাকায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও জানান যে, স্থানীয় জনগণের কল্যাণে রুমা ব্যাটালিয়ন পূর্বেও নানামুখী জনসেবামূলক ও সামাজিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ি দুর্গম অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির ভূমিকা স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।