নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেল ৩৪০ জন পাহাড়ি ও বাঙালি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেল ৩৪০ জন পাহাড়ি ও বাঙালি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেল ৩৪০ জন পাহাড়ি ও বাঙালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বসবাসরত গরিব, অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালিদের জন্য একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে পুরুষ ৯৭ জন, মহিলা ১৩৩ জন এবং শিশু ৮০ জন চিকিৎসা সেবা গ্রহণ করে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়নের মেডিকেল টিম উপস্থিত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দুর্গম ও অবহেলিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা জানান, সীমান্ত এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা পেতে এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

প্রসঙ্গত, সীমান্তে নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed