নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৩ বার্মিজ গরু ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৩ বার্মিজ গরু ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৩ বার্মিজ গরু ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৩টি বার্মিজ গরুসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, জব্দকৃত গরু ও অন্যান্য পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৮৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের অধীনস্থ লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ সব অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সীমান্তের নিকটবর্তী দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানকারী টহলদল ঘটনাস্থল থেকে মালিকবিহীন বার্মিজ গরু ১৩টি এবং বাংলাদেশি বিভিন্ন প্রকার পণ্যের কয়েকটি বস্তা জব্দ করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি এলাকা দীর্ঘদিন ধরেই চোরাচালান ও অবৈধ পশু আমদানির রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে এসব অপরাধে কিছুটা নিয়ন্ত্রণ এলেও সীমান্তের দুর্গম ভূপ্রকৃতি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed