ভূয়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় শিক্ষার মানোন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী এবং স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী সেনাবাহিনীর বাঘাইহাট জোন (১৪ ই বেঙ্গল) এর তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী জানায়, কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি দরিদ্র ও দুর্গম এলাকার সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ করে।

এ সময় ক্যাম্প কমান্ডার স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার গুরুত্ব ও সামাজিক উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।
সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে এলাকায় সন্তোষজনক ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।

প্রসঙ্গত, পাহাড়ি এলাকায় শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিনের আওতাধীন সেনা জোনগুলো নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।