গুইমারার সিন্দুকছড়িতে সেনাবাহিনীর সামাজিক উদ্যোগে উপকৃত দরিদ্র ও দুস্থরা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিক ভূমিকা রেখে আসছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জোনটি।
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
পাশাপাশি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়। একই সঙ্গে এলাকায় বসবাসরত গরিব ও দুস্থ ব্যক্তিদের জন্য নগদ সহায়তা এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ অর্থ প্রদান করে সেনাবাহিনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি।
এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা দায়িত্বই নয়, বরং স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত সবাইকে দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, পাহাড়ে সেনাবাহিনীর নিয়মিত সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের আস্থা ও সমর্থন আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।