বিহারে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে এনডিএ জোট

বিহারে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে এনডিএ জোট

বিহারে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে এনডিএ জোট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে বিজেপি ও নিতীশ কুমারের দল জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে গতবারের চেয়েও আসনের দিক দিয়ে পিছিয়ে আছে কংগ্রেস ও আরজেডি জোট। খবর এনডিটিভির।

চলতি মাসেই রাজ্যটিতে দুই দফায় ভোট হয়। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দফায় ভোট হয় ১১ নভেম্বর। প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। দিন বাড়ার সাথে সাথে বিজয় উৎসব শুরু করে গেরুয়া শিবির। ভোট গণনার প্রাথমিক ফলাফলে, এনডিএ জোট আসন সংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, এনডিএ ১৮৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মহাজোট এগিয়ে ১২২টি আসনে। অর্থাৎ এক প্রকার জয় নিশ্চিত করে ফেলেছে ক্ষমতাসীন জোট।

বিহারের বিভিন্ন প্রান্তে এরই মধ্যে জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপি এবং জেডিইউ কর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৬টায় দিল্লিতে দলের সদর দফতর থেকে বক্তব্য দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed