পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ অঞ্চলে আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে- নব বিক্রম কিশোর ত্রিপুরা - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ অঞ্চলে আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে- নব বিক্রম কিশোর ত্রিপুরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যা বরাদ্দ পায় তা দিয়ে তিনটি জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও আঞ্চলিক পরিষদে বন্টন করা হয় জানিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে এ অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। এত সীমিত সম্পদ থাকার পরও সৃজনশীল কাজে পৃষ্টপোষকতা করে যাচ্ছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

৯ ফেব্রুয়ারি রোববার বিকেলে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণ করতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে এটি আরও বেশী চ্যালেঞ্জিং। তারপরেও সরকার অব্যাহতভাবে পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রদীপ চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) প্রকাশ কান্তি চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

You may have missed