পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় অবৈধ মালামালের চালান জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী কাঠালতলা এলাকা থেকে ভারতীয় অবৈধ মালামালের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেলে নায়েব সুবেদার মোঃ ইমদাদুল হকের নেতৃত্বে বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মেইন পিলার ২২৬৭-এর শূন্য দুই এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে কাঠালতলা এলাকায় মালামালগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তা জব্দ করে বিওপিতে নিয়ে আসা হয়।
আটককৃত মালামালের মধ্যে ছিল—জিরা, স্পার্কল, এনডার্ম জিএম, ভ্যাসলিন, কমফোর্ট, সাউন্ড বক্স, সেভেন অয়েল, টি স্পেশাল, লাইফবয় ও ভিভেল সাবান, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, জনসন বেবি অয়েল, ভাসমল, দুটি কড়াইসহ বিভিন্ন ভোগ্যপণ্য। সব মিলিয়ে সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৩ হাজার টাকা।
সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিয়মিত টহল ও কঠোর নজরদারির ফলে চোরাচালান কার্যক্রম কমছে, যা এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে ছোট-বড় নানা ধরনের অবৈধ মালামাল আনার প্রবণতা বাড়লেও বিজিবির কঠোর অবস্থানের কারণে এসব কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।