ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতির স্বকীয়তা, অধিকার ও অস্তিত্ব রক্ষার লক্ষ্যে ইউপিডিএফ (গণতান্ত্রিক) তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন আয়োজন করেছে। অনুষ্ঠানটি খাগড়াছড়ি সদর মধুপুরস্থ দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা এবং সাধারণ সম্পাদক শ্রী মিটন চাকমা।

এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভাপতি শ্যামল কান্তি চাকমা তাঁর বক্তব্যে বলেন, ২০১৭ সালের ১৫ নভেম্বর দলের আত্মপ্রকাশের পর থেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) জুম্ম জাতির অধিকার ও অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।

তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্য, এক অভিন্ন লক্ষ্য ও প্রগতিশীল চিন্তাধারার প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করেন।
দলের সাধারণ সম্পাদক মিটন চাকমা বলেন, দলের কার্যবিধি, শৃঙ্খলা, কর্মীদের নিবেদন ও ত্যাগী মনোভাবেই দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, “জাতির সংকটে কোনো আপোষ নয়; জনগণের অধিকার রক্ষার জন্য দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও কর্মীরা এক অভিন্ন প্রতিজ্ঞা ব্যক্ত করেন— জুম্ম জাতির স্বকীয়তা, অধিকার ও অস্তিত্ব রক্ষায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) আগামীতেও অবিচল ভূমিকা পালন করবে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় রেখে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।