খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান সম্পন্ন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত পার্বত্য জেলার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি সোমবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট অডিটোরিয়ামে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক প্রকাশ কান্তি চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার অনামিকা ত্রিপুরা, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল কামরুজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক (অব:) মধু মঙ্গল চাকমা প্রমুখ।

এসময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত পার্বত্য জেলার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ আয়োজনে খাগড়াছড়ি জেলার গরীব ও মেধাবী, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, এতিম, প্রতিবন্ধী ও বিভাগীয় প্রার্থীদের যাচাই বাছাই করে কলেজ পর্যায়ে ৩২১ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪২৫ জনসহ সর্বমোট ৭৪৬ জনকে এই বৃত্তি প্রদান করা হয়।

You may have missed