শান্তি–সম্প্রীতি কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করল যামিনীপাড়া ব্যাটালিয়ন

শান্তি–সম্প্রীতি কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করল যামিনীপাড়া ব্যাটালিয়ন

শান্তি–সম্প্রীতি কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করল যামিনীপাড়া ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগাছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করেছে।

বুধবার সকালে উপজেলার আসালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুদান প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন।

তাঁর উপস্থিতিতে মোট ১৫টি প্রতিষ্ঠানে সোলার প্যানেল ও প্রয়োজনীয় আনুষাঙ্গিক সরঞ্জাম হস্তান্তর করা হয়।

শান্তি–সম্প্রীতি কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করল যামিনীপাড়া ব্যাটালিয়ন

বিতরণকৃত সোলার প্যানেল পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— ৭টি মসজিদ, ৪টি মন্দির এবং ০৪টি কিয়াং ঘর। ধর্মীয় প্রতিষ্ঠানের আলোকায়ন ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে এসব সোলার প্যানেল সহায়তা হিসেবে প্রদান করা হয়।

এ উপলক্ষে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রতিনিধিরা জানান, এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শান্তি রক্ষা এবং সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সীমান্ত অঞ্চলের জনগণের কল্যাণে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক সহায়তা অব্যাহত রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *