ভাঙনের ঘোষণা ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র: সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসে যোগদানের সিদ্ধান্ত

ভাঙনের ঘোষণা ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র: সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসে যোগদানের সিদ্ধান্ত

ভাঙনের ঘোষণা ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র: সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসে যোগদানের সিদ্ধান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) আনুষ্ঠানিকভাবে দল বিলুপ্তির ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অভ্যন্তরীণ সংকট, ধারাবাহিক হামলা-হুমকি ও প্রতিপক্ষ সংগঠনের চাপের মুখে দলের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার নেতৃত্বে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস (মূল)-এর সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ১৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এবং চুক্তিবিরোধী অগণতান্ত্রিক ইউপিডিএফ থেকে বের হয়ে তপনজ্যোতি চাকমা ও শ্যামল চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গঠিত হয়। গঠনের পর থেকেই সংগঠনটি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, হামলা ও সহিংসতার মধ্যেও পার্বত্য চট্টগ্রামে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল। এই সময়ে সংগঠনটির শীর্ষ নেতা তপনজ্যোতি চাকমাসহ একাধিক নেতা-কর্মী নিহত হন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শুরুর দিকে জেএসএস (এমএন লারমা) দল ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখালেও পরবর্তী সময়ে সেই সম্পর্ক বৈরিতায় রূপ নেয়। জেএসএস (এমএন লারমা)-এর কয়েকজন নেতার বিরুদ্ধে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র, চাঁদাবাজি এবং নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়। পরিস্থিতি একপর্যায়ে হত্যাচেষ্টা ও বলপ্রয়োগের পর্যায়ে পৌঁছায় বলেও দাবি করা হয়।

এমন অবস্থায় দলের নেতা-কর্মী ও সমর্থকদের জীবন রক্ষার স্বার্থে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্তির পাশাপাশি সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী জেএসএস (মূল)-এ যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে কোনো কর্মসূচি বা রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে বার্তাপ্রেরক হিসেবে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর অমল বিকাশ চাকমার নাম উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনীতিতে সংগঠন ভাঙন ও একীভূত হওয়ার ঘটনা নতুন নয়; তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বিলুপ্তি ও জেএসএস (মূল)-এ যোগদানের ঘোষণা পাহাড়ি রাজনীতির চলমান সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed