রাঙামাটিতে ৯৩ শতাংশ মেধা নিশ্চিত করে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৭% কোটা এবং ৯৩% মেধা অনুসরণসহ ছয়দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজ শেষে কোটা বিরোধী ঐক্যজোট, রাঙামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে বনরূপা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে ছয়দফা দাবি বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। দাবিগুলোর মধ্যে রয়েছে— ৭% কোটা ও ৯৩% মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম এড়াতে প্রশ্ন প্রস্তুত করবে শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়; প্রশ্নপত্র জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ; পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের অধীনে করা; নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ; এবং পরীক্ষা শেষে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও ঠিকানা প্রকাশ করা।
বক্তারা বলেন, জেলা পরিষদ ঘোষিত নীতিমালা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত কোটা পদ্ধতি অনুসারে মেধার ভিত্তিতেই নিয়োগ দিতে হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণের নিয়মও স্পষ্টভাবে বলা আছে।
ছয়দফা দাবি পূরণ করে চলতি নভেম্বর মাসের মধ্যেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জোর দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে কোটা বিরোধী ঐক্যজোটের ইমাম হোসেন ইমু, ফজলে রাব্বি, মো. জনি প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে শিক্ষক নিয়োগে কোটা নয়, মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে সংগঠনটি হরতাল পালন করে। হরতালের তীব্র আন্দোলনের মুখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২১ নভেম্বরের নির্ধারিত শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়।
উল্লেখ্য, জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগের পর এই আন্দোলন নতুন করে গতি পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।