১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার ২টি ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার পূর্বে সাগরে মাছ শিকারে সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান সেন্ট মার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন।

আটক ট্রলার ২টির মালিক সেন্ট মার্টিনের বাসিন্দা মো. ইলিয়াস এবং নুর মোহাম্মদ। তবে তাৎক্ষণিক ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখছি। ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।”

ট্রলার মালিক ও বিজিবির তথ্য মতে, ১১ মাসে (গত বছর ডিসেম্বর থেকে) নাফ নদী ও সাগর থেকে ৩২৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির চেষ্টায় কয়েক দফায় ১৮৯ জেলেসহ ২৭টি ট্রলার ফেরত আনা সম্ভব হলেও এখনো ২২টি ট্রলার ও ১৬৪ জেলে রাখাইন রাজ্যের কারাগারে বন্দি আছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed