খাগড়াছড়িতে তরুণ ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

খাগড়াছড়িতে তরুণ ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

খাগড়াছড়িতে তরুণ ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সদর সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ তুলে দেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।

খাগড়াছড়িতে তরুণ ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

ক্রীড়া সামগ্রী বিতরণের সময় লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাহাড়ের তরুণদের সম্ভাবনা বিকাশে সেনাবাহিনী সবসময় তাদের পাশে রয়েছে।”

অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ সেনাবাহিনীর কর্মকর্তারা, স্থানীয় ক্রীড়া সংগঠন ও জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে তরুণ ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

বক্তারা বলেন, সেনাবাহিনীর এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতেই নয়, জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।

ক্রীড়া সামগ্রী পেয়ে উপস্থিত খেলোয়াড়রা এদিন আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, পাহাড়ে ক্রীড়া বিকাশে সেনাবাহিনীর এ ধারাবাহিক উদ্যোগ স্থানীয় তরুণ সমাজকে ইতিবাচক ও সুস্থ ধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *