‘আলীকদমে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারিদের কোনো স্থান হবে না’
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত র্যালি, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলীকদম সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “আলীকদমে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারিদের কোনো স্থান হবে না।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া শান্তি রক্ষা সম্ভব নয়, তাই তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।
তিনি বলেন, “পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ি–বাঙালি সম্প্রীতির ভিত্তি গড়ে দিয়েছে। দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে এই অঞ্চলে স্থায়ী শান্তির ধারায় এগিয়ে চলতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই জনগণের পাশে রয়েছে।” পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামগ্রিক উন্নয়নে সেনাবাহিনীর অবদানও তিনি তুলে ধরেন।

জোন অধিনায়ক আরও বলেন, পথভ্রষ্ট তরুণদের হাতে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, যা শেষ পর্যন্ত পাহাড়ের সাধারণ মানুষের বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে। এসব সন্ত্রাসী উপদল মোকাবিলায় পাহাড়ি–বাঙালির ঐক্যবদ্ধ সহযোগিতা জরুরি। “বাংলাদেশ সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আগামীতেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম, আলীকদম জোনের মেজর হাফিজুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি আগস্টিন ত্রিপুরা, ম্রো কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক ম্রো, মৌজা হেডম্যান অংহ্লাচিং মার্মা এবং স্থানীয় সাংবাদিক সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা।
শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর তিন দশকের সংঘাত থামলেও পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিচ্ছিন্ন তৎপরতা এখনও নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে রয়েছে বলে স্থানীয়দের অভিমত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।