লংগদুতে চাঁদাবাজি রোধে সেনাবাহিনীর কঠোর বার্তা, সমন্বিত উদ্যোগে স্থিতিশীলতার অঙ্গীকার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় চাঁদাবাজি প্রতিরোধ এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টার দিকে লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি।
সভায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সভায় পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক অপরাধ তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, লংগদু এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অবৈধ কার্যকলাপ স্থানীয়দের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধের কারণে ব্যবসা-বাণিজ্য, জনজীবন ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। তাই অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, চাঁদাবাজির মতো অপরাধে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন—লংগদুর শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে মাঠ পর্যায়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগণের উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও প্রশাসনের এমন উদ্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।