শ্রীলংকার প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা প্রেরণ

শ্রীলংকার প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা প্রেরণ

শ্রীলংকার প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা প্রেরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শ্রীলংকার ওপর ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’-এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসে দেশটিতে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ৩৩৪ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বস্তুপ্রতীম প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ।

শ্রীলংকার প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা প্রেরণ

এ অবস্থায় জরুরি সহায়তার আবেদন জানায় শ্রীলংকা সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দ্রুত খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানোর অনুরোধ জানায়।

মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আজ বুধবার (০৩-১২-২০২৫) ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলংকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটিতে বিমান বাহিনীর ১৫ সদস্যের ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগের একজন কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন।

শ্রীলংকার প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা প্রেরণ

এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম মানবিক সহায়তা মিশনের কমান্ডারের দায়িত্ব পালন করছেন। প্রায় ১০ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চলাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং উল্লেখযোগ্য পরিমাণ জরুরি ওষুধ।

উল্লেখ্য, মানবিক সহায়তা পৌঁছে দিয়েই সি-১৩০জে পরিবহন বিমানটি একই দিন দেশে ফিরে আসবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই সহায়তা শ্রীলংকার দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বৈশ্বিক যে কোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ভূমিকা রাখতে তারা অঙ্গীকারবদ্ধ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed