টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বিত অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ থানাধীন কোনাপাড়া লবণের মাঠসংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদ ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে- ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩টি ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসী চক্র পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা না গেলেও তাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।