এভারকেয়ারের কাছে সেনা-বিমানবাহিনীর হেলিকপ্টার মহড়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে রাজধানীতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি খোলা মাঠে এই মহড়া অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উল্লেখ, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।