ঢাকায় সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
![]()
নিউজ ডেস্ক
ঢাকা জেলার মাতুয়াইল এলাকার একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাভার সেনানিবাসের অধীন নবম পদাতিক ডিভিশনের ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (মেক)-এর একটি বিশেষ আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি ধারালো দেশীয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা এবং আনুমানিক ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক বাণিজ্য এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশিশক্তি প্রদর্শন করে আসছিল, যা স্থানীয় জনসাধারণের মনে ভীতির সঞ্চার করেছিল।
অভিযান শেষে জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।